Mobile Banking Hack, বিকাশ হ্যাক, নগদ হ্যাক, ইউ ক্যাশ হ্যাক, উপায় হ্যাক, সেলফিন হ্যাক

Mobile Banking Hack এর ৫টি পদ্ধতি

আজকে আলোচনা করবো Mobile Banking Hack নিয়ে। আমরা জানি অনলাইন ব্যাংকিং আমাদের সময় শ্রম দুটাই অনেক বাঁচিয়ে দিয়েছে। এটি যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে ঠিক তেমনি এতে আছে হ্যাকিং এর ভয়। আপনার নিজের ভুল বা সচেতনতার অভাবে হ্যাক হয়ে যেতে পারে আপনার ব্যাংক একাউন্ট এবং আপনার টাকা চলে যেতে পারে হ্যাকারের হাতে।

আজকে আমি দেখাব ঠিক কি কি Mobile Banking Hack পদ্ধতি ব্যবহার করে একজন হ্যাকার আপনার ব্যাংক একাউন্ট হ্যাক করতে পারে এবং সাথে সাথে আলোচনা করব কিভাবে এসব Mobile Banking Hack থেকে নিজেকে নিরাপদে রাখবেন।

১. মোবাইল ব্যাংকিং Trojans

Mobile Banking Hack

আমরা আজকাল সকল আর্থিক লেনদেন ফোন দিয়ে করে থাকি একই সাথে আমাদের থাকে যেকোনো একটি মোবাইল ব্যাংকিং। আমরা জানি যেকোনো মোবাইল ব্যাংকিং এর একটি নির্দিষ্ট অফিশিয়াল এপ থাকে। আপনি জানেন কি এই অ্যাপই হতে পারে হ্যাকারের অন্যতম হাতিয়ার? Mobile Banking Hack এর এই পদ্ধতিতে বিকাশ হ্যাক, নগদ হ্যাক, ইউ ক্যাশ হ্যাক, উপায় হ্যাক, সেলফিন হ্যাক সহ সব ধরনের এম এফ এস সার্ভিস হ্যাক হতে পারে।

Fake Apps

Mobile Banking Hack এর জন্য হ্যাকাররা আপনাকে একই রকম দেখতে একটি এপ ইনস্টল করতে প্রলুদ্ধ করতে পারে। বলতে পারে এই এপসে কিছু বাড়তি সুবিধা আছে, এটা মড এপস, একাধিক একাউন্ট একটা এপসে চালানো যাবে ব্লা ব্লা ব্লা।  যেকোনো ভাবে যদি থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে এটি ইন্সটল হয়ে আপনার ফোনে চলে আসে তাহলে, আপনার এই ফেইক অ্যাপে লগইন করার জন্য চলে যেতে পারে আপনার ব্যাংকের ইউজার নেম ও পাসওয়ার্ড।

App Hijacking

Mobile Banking Hack এর আরেকটি পদ্ধতি হলো App Hijacking। এটি একধরনের এপ যা সাধারণত আপনার মোবাইল ব্যাংকিং এপ এর মত দেখতে হয় না। সাধারণত অন্য কাজের জন্য হয়তো আপনি এই এপ ইন্সটল দিয়ে থাকবেন। ইন্সটল হয়ে এটি আপনার ফোনে স্কেন করতে থাকবে কোন ব্যাংকিং এপ আছে কিনা।

যদি কোন ব্যাংকিং এপ খুঁজে পায় এটি আপনার স্ক্রিনে একটি পপ অন করবে ঠিক মোবাইল ব্যাংকিং এর মত, আপনি ভুল করে তথ্য ইনপুট করলেই আপনার একাউন্ট হ্যাকড!

সাধারণত এই ধরনের হ্যাকিং এর জন্য SMS ভেরিফিকেশন লাগে। যখন আপনি এপ ইন্সটল দেয়া সময় জেনে বা না জেনে সেটিকে SMS read পারমিশন দিয়ে দেবেন তখন থেকে এটি রেডি থাকবে আপনাকে এই ধরনের এটাক করার জন্য।

কিভাবে বাঁচবেন?

  • আপনি যখন প্লেস্টোর থেকে কোন এপ ডাউনলোড দিবেন অবশ্যই এর আগে কতবার ডাউনলোড হয়েছে সেটি খেয়াল করুন। অবশ্যই দেখুন অ্যাপটির রিভিউ কেমন। যদি ডাউনলোড কম থাকে এবং নেগেটিভ রিভিউ থাকে তাহলে হতে পারে এটি Hacking অ্যাপ।
  • কোন অফিসিয়াল অ্যাপ ডাউনলোড দেয়ার আগে অবশ্যই তার সাপ্লায়ার কে এবং রিভিউ কত কতগুলো আছে সেটির দিকে খেয়াল করুন
  • থার্ড-পার্টি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকুন
  • আপনার অ্যাপটি কি কি পারমিশন চাচ্ছে সেদিকে নজর দিন। এমন কোন পারমিশন দেবেন না যা অ্যাপ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন কোন গেম এ SMS Read পারমিশন লাগে না। যদি কোন গেম এমন পারমিশন চায় তাহলে বুঝতে হবে এখানে অন্য উদ্দেশ্য আছে।

২. Phising

Mobile Banking Hack

আমরা সবাই ফিশিং সম্পর্কে কম বেশি ধারনা রাখি। এই ফিশিং এর মাধ্যমেও আপনার ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। Paypal, Payoneer সহ বিভিন্ন ব্যাংকের নাম করে মেইল এসে আপনাকে লিংকে ক্লিক করতে বলতে পারে। লিংকে ক্লিক করে পিন নাম্বার দিলেই আপনার একাউন্ট চলে যাবে হ্যাকারে হাতে। Mobile Banking Hack করার জন্য এটা বহুল ব্যবহৃত একটি পদ্ধতি।

তাছাড়া এর মাধ্যমেও ফোনের SMS এর দ্বারাও হ্যাক হতে পারে আপনার ব্যাংক একাউন্ট।

কিভাবে বাঁচবেন?

এই ফিশিং থেকে বাচতে সহজ সমাধান হচ্ছে সচেতন থাকা। নিজেকে এই হ্যাক থেকে রক্ষা করতে নিচের পদক্ষেপ গুলো গ্রহণ কর‍তে পারেন।

  •  যখন কোন মেইল আসবে সেটা একবার নয় বারবার যাচাই করে দেখুন আপনার পরিচিত ব্যক্তির কিনা। প্রয়োজনে চেক করুন এর আগে কোন মেসেজিং হিস্ট্রি আছে কিনা। অপরিচিতদের মেসেজ ইগ্নুর করার চেষ্টা করুন।
  • মেসেজর তথ্যের প্রতি সতর্ক হোন। যদি বলা হয় খুবই জরুরী, এখনি লাগবে ইত্যাদি সন্দেহ জনক কথা বর্তায় সচেতন হোন। যখন দেখবেন পরিচিত জনের থেকে একটু বেশি ফর্মালিটি দেখাচ্ছে তখনই বুঝবেন এখানে ঝামেলা আছে।
  •  যখন আপনার কোন কিছুতে সন্দেহ হবে তৎক্ষণাৎ যে ব্যক্তির ইমেইল থেকে এসেছে তাকে ফোনে কল দিয়ে নিশ্চিত হোন। এটাই phishing থেকে বাচার সবচেয়ে কার্যকর পদ্ধতি।
  •  আপনাকে যখনি কোন লিংক পাঠানো হবে তখন সাথে সাথে সতর্ক হয়ে যান। এবং লিংকে ক্লিক করে চেক করুন এটি অফিসিয়াল ওয়েব সাইট কিনা।

৩. Keyloggers

Keyloggers

Mobile Banking Hack সহ সব ধরনের হ্যাকিং কার্যক্রম পরিচালনার জন্য ঠাণ্ডা মাথার একটি হ্যাকিং মেথড হচ্ছে এই Keyloggers হ্যাকিং। যারা অনলাইন ব্যাংকিং করেন তারা এটার শিকার হয়ে থাকে। এটি এমন একটি পদ্ধতি যেখানে ম্যালওয়্যার আপনি কি লিখছেন কোথায় কি ইনপুট দিচ্ছেন সমস্ত কিছু রেকর্ড করে এবং হ্যাকারের কাছে পাঠায়।

একবার ভাবুন কেমন হবে, যখন আপনার ব্যাংক একাউন্টে ঢুকবেন এবং সমস্ত তথ্য দেবেন আর সেটা একই ভাবে রেকর্ড হয়ে হ্যাকারের কাছে চলে যাবে।

কিভাবে বাঁচবেন?

আপনার কম্পিউটারে অবশ্যই এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল দিয়ে রাখুন আর কোন সফটওয়্যার ইন্সটল দেয়ার সময় যদি তা আপনাকে এন্টিভাইরাস অফ করতে বলে তাহলে বুঝে নিবেন এখানে ঝামেলা আছে।

আপনার ব্যাংকে একাউন্টে Multi-factor authentication সাপোর্ট করলে অবশ্যই তা এনেবল করে দিন

৪. Man-in-the-Middle Attack

Mobile Banking Hack

Mobile Banking Hack এর আরেকটি জনপ্রিয়া পদ্ধতি হচ্ছে  Man-in-the-Middle (MITM)। এটি এমন একটি হ্যাকিং ব্যবস্থা যেখানে আপনার এবং আপনার ওয়েব ব্রাউজিংকে টার্গেট করা হয়। যেমন আপনি কোন পাবলিক ওয়াইফই ব্যবহার করে আপনার ব্যাংক একাউন্টে ঢুকছেন। যখন আপনি লগইন ডিটেইলস দিয়ে লগইনে ক্লিক করবেন সেই ওয়াই ফাই আপনার ডাটা গুলো সার্ভারে যাওয়ার পথে চুরি করবে। বেশীরভাগ সময় পাবলিক ওয়াইফাই ইউজ করতে গেলে এই পদ্ধতিতে Mobile Banking Hack এর শিকার হতে হয়। Mobile Banking Hack থেকে বাঁচতে চাইলে কখনোই পাবলিক ওয়াইফাই ইউজ করে আপনার ব্যাংকিং করবেন না।

এটা এভাবেও হতে পারে যে আপনি যখন নির্দিষ্ট কোন ওয়েবসাইটের লিংক দিয়ে Go দিবেন তখন সেটা DNS cache positioning এর মাধ্যমে আসল সাইটে না গিয়ে চলে যাবে কোন ক্লোন বা ফিশিং ওয়েবসাইটে যেখানে আপনার তথ্য দেয়ার সাথে সাথে তা চলে যাবে হ্যাকারের হাতে।

কিভাবে বাঁচবেন?

  • পাবলিক ওয়াইফাই ব্যবহার করে সেনসিটিভ কোন কাজ করা থেকে বিরত থাকুন
  • পাবলিক বা প্রাইভেট যেকোনো ওয়াইফাই ব্যবহার করার সময় খেয়াল রাখুন আপনার কানেকশনটি HTTPS কিনা
  • যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই ভাল মানের কোন ভিপিএন ব্যবহার করুন

৫. SIM Swapping

Sim Swapping

Mobile Banking Hack এর আরেকটি লেটেস্ট প্রযুক্তি হলো SIM Swapping। বর্তমানে হ্যাকিং থেকে বাচতে আমরা সবাই Multi-Factor Authentication ব্যবহার করি যার মাধ্যমে হ্যাকার পাসওয়ার্ড জেনে গেলেও আমাদের একাউন্টে ঢুকতে পারে না কারণ এজন্য আলাদা একটি কোড লাগে। দুর্ভাগ্যবশত হ্যাকাররা এর কোড পাবার ও ব্যবস্থা করে নিয়েছে যাকে বলা SIM Swapping

হ্যাকাররা সাধারণত আপনার নেটওয়ার্ক প্রভাইডারেদের কল দিয়ে বলে, ফোনটি হারিয়ে গেছে আমার আগের সিমটি নতুন সিমে ট্রান্সফার করে দিন। যদি তারা সফল হয় সেক্ষেত্রে বুঝতেই পারছেন Multi-Factor Authentication ও আপনার নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। বর্তমানে Mobile Banking Hack এর জন্য এক্সপার্ট হ্যাকারদের কাছে এটা প্রিয় একটা পদ্ধতি।

কিভাবে বাঁচবেন?

  • আমি জানি না আমাদের দেশে ফোনে কল করে কোন সিম রি-প্লেসমেন্ট করা যায় কিনা। তবে যেহেতু এমন ঘটনা ঘটেছে তাই বলা যায় অন্য দেশে এমনটি হতেও পারে। এটা ঠিক যে সিম প্রোভাইডার সিম এমনি এমনি রি-প্লেসমেন্ট করে দেয় না। এজন্য যথেষ্ট তথ্য দরকার হয়। সেই তথ্য হ্যাকার যখন ভালভাবে দিতে পারে তখনি তারা সফল হতে পারে। আর এজন্য এমন হ্যাক থেকে বাচতে আপনার ব্যক্তিগত সকল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরিচিত কাউকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে।

শেষ কথাঃ

এখন আপনি বুঝতেই পারছেন ইন্টারনেট ব্যাংকিং আপনি এবং হ্যাকার উভয় পক্ষের জন্যই লাভজনক। তাই Mobile Banking Hack থেকে বাঁচতে আজকেই সচেতন হোন মেনে চলুন হ্যাকিং থেকে বাচার উপায় গুলো।

 

আরো পড়ুন –

জন্ম নিবন্ধন ডাউনলোড

বিকাশে অটো টাকা কাটা বন্ধের নিয়ম

লাইভ খেলা দেখার সফটওয়্যার এবং ওয়েবসাইট

অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

কিভাবে বিনামূল্যে উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ১১ ব্যবহার করবেন

হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম

অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম

অনলাইনে টিন সার্টিফিকেট করার নিয়ম ছবি সহ বিস্তারিত | টিন সার্টিফিকেট ডাউনলোড

কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন

অনলাইনে ডিজিটাল পাসপোর্ট বা ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ বিস্তারিত ছবি সহ

নতুন জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া ছবি সহ বিস্তারিত

নতুন জাতীয় পরিচয় পত্র বা নতুন ভোটার আইডি কার্ড করার অনলাইন পদ্ধতি

জাতীয় পরিচয় পত্র বা NID সংশোধন করার নিয়ম

ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি কিভাবে কাজ করে?

অনলাইন জন্ম নিবন্ধন

এন্টিভাইরাসের সীমাবদ্ধতা

ল্যাপটপ এবং ডেস্কটপ এর সুবিধা ও অসুবিধা

ইমেইল সিগনেচার কি? ইমেইল স্বাক্ষরের গুরুত্ব কি কি? কিভাবে ইমেইল স্বাক্ষর বানাতে পারেন?

উইন্ডোজ কি? লিনাক্স কি? উইন্ডোজ VS লিনাক্স সুবিধা এবং অসুবিধা

VPN কি? TOR কি? VPN বনাম TOR

কিভাবে বুঝবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে?

ফ্রি ওয়েবসাইট বানানোর উপায়

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *