পাসপোর্ট নবায়ন

অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম সম্পর্কে এই পোস্ট। ২০২০ সালের প্রায় শুরু থেকেই বাংলাদেশে ই-পাসপোর্টের ব্যবহার শুরু হয়। ই-পাসপোর্টে রয়েছে ইলেক্ট্রনিক চিপ যার মধ্যে পাসপোর্ট হোল্ডারের সকল তথ্য সংরক্ষিত থাকে।

ই-পাসপোর্ট থাকলে ইমিগ্রেশনে স্বয়ংক্রিয় ই-গেইটের মাধ্যমে চেকিং ছাড়াই প্রবেশ করতে পারবেন। আপনাকে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকতে হবেনা।

পাসপোর্ট নবায়ন নিয়ম – Passport Renewal

 

বর্তমানে যেহেতু বাংলাদেশের সব জেলা পাসপোর্ট অফিসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে, তাই আপনাকে এমআরপি পাসপোর্ট নবায়ন করে ই-পাসপোর্ট নিতে হবে। আপনি নিজেই অনলাইনে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার ফরম পুরণ করতে পারবেন।

আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না। আপনি শুধুমাত্র (MRP) এমআরপি রিনিউ করার জন্য ফরম পুরন করে আপনার অবস্থানরত দেশের এম্বাসি বা হাই কমিশন থেকে রিনিউ করতে পারবেন।

অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী

 

বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করার জন্য, আপনি স্বাভাবিকভাবে একটি নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করবেন। পড়তে পারেন অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করার পদ্ধতি

এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র  আইডি ডকুমেন্টস (ID Documents) অপশন থেকে আপনার পূর্ববর্তী এমআরপি পাসপোর্ট (MRP Passport) অপশনটি সিলেক্ট করবেন এবং বিস্তারিত তথ্য দিবেন।

এজন্য ছবিতে দেখানো অপশন থেকে নিচের ধাপগুলো অনুসরণ করবেন।

ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২১

 

ধাপ ১ঃ ID Documents অপশনে আসার পর, Yes, I have a Machine Readable Passport (MRP) এই অপশনটি সিলেক্ট করুন।

ধাপ ২ঃ What is the reason for your passport request? এখানে Arrow চিহ্নে ক্লিক করে আপনার পাসপোর্ট রিনিউ করার কারণ সিলেক্ট করুন।

পাসপোর্ট রিনিউ করার নিয়ম

আপনি নিচের কারণগুলো থেকে আপনার কারণটি বাছাই করুন।

  • EXPIRED- যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়
  • LOST/ STOLEN- যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়
  • DATA CHANGE- তথ্য পরিবর্তনের জন্য
  • UNUSABLE- পাসপোর্ট নষ্ট বা ছিড়ে গেলে।
  • OTHER- অন্যান্য কারণে

ধাপ ৩ঃ পাসপোর্ট নম্বরটি লিখুন যেমন (EG45682354)

ধাপ ৪ঃ পাসপোর্ট প্রদানের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন। (তারিখগুলো, পাসপোর্টের ছবির পেইজে পাবেন)

এরপর বাকি ধাপগুলো স্বাভাবিক ই পাসপোর্ট আবেদনের মতই সম্পন্ন করে আবেদনটি সাবমিট করুন।

আপনার পিতা মাতার তথ্য, স্বামী বা স্ত্রীর তথ্য, পাসপোর্টের ধরণ ও ডেলিভারীর ধরণ সিলেক্ট করে আবেদটি সম্পন্ন করতে হবে।

দেখুন বাকি ধাপগুলো কিভাবে সম্পন্ন করবেন- ই পাসপোর্ট আবেদন করার নিয়ম

আশা করি আপনি নিজেই আপনার অনলাইনে পাসপোর্ট নবায়ন করার আবেদনটি করতে পারবেন।

যদি পাসপোর্ট রিনিউ করার ফরম পুরণে কোন অসুবিধা হয় বা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

 

পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
  • সনাক্তকরণ ডকুমেন্টের প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ)
  • এ চালান/ মানি অর্ডার/ ব্যাংক সার্টিফাইড চেক
  • পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি
  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
  • তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র
  • রেজিস্ট্রেশন ফরম বা আবেদনপত্রের প্রিন্ট কপি (ঐচ্ছিক )

 

পাসপোর্ট রিনিউ ফরম জমা দেয়ার নিদের্শনা

  • অনলাইনে পাসপোর্ট নবায়ন আবেদন করার পর, আবেদনের কপি A4 সাইজ কাগহে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করবেন।
  • পাসপোর্ট নবায়ন ফি পরিশোধ করুন।
  • আপনার প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
  • হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
  • পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে। পুরাতন পাসপোর্টের ফটোকপি, জিডি কপিসহ আবেদন দাখিল করতে হবে।

আমেরিকা থেকে ই পাসপোর্ট রিনিউ

আমেরিকা থেকে ই পাসপোর্ট নবায়ন করার জন্য একইভাবে epassport.gov.bd এই সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় ID Documents অপশন থেকে আপনার পূর্ববর্তী MRP পাসপোর্ট বাছাই করুন ও পাসপোর্ট নম্বর দিয়ে আবেদনটি সম্পন্ন করুন।

সম্প্রতি আমেরিকার লস এঞ্জেলস, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে বাংলাদেশ কনস্যুলেট থেকে ই পাসপোর্ট নবায়ন করার কার্যক্রম শুরু হয়েছে। যেসব এ্যাম্বাসী থেকে এখনো ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়নি, সেখানে MRP পাসপোর্টে রিনিউ করতে হবে।

 

বিদেশ থেকে পাসপোর্ট রিনিউ করার নিয়ম

বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা বাংলাদেশ এ্যাম্বাসী ও কনস্যুলেট অফিস থেকে পাসপোর্ট নবায়ন করতে পারবেন। যেসব দেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে সেখানে, অনলাইনে আবেদন করতে হবে। নিচে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট নবায়ন করার পদ্ধতির লিংক দেয়া হল।

পাসপোর্ট রিনিউ সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন

 

পাসপোর্ট রিনিউ ফি কত?

 

যেহেতু বর্তমানে নতুনভাবে ই-পাসপোর্ট প্রদান করা হচ্ছে, এখানে কোন রিনিউ ফি নেই, আপনাকে নতুন ই-পাসপোর্টের জন্য সম্পূর্ণ ফি প্রদান করতে হবে।

 

পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?

 

যেহেতু নতুনভাবে ই-পাসপোর্ট প্রদান করা হচ্ছে, এখন পাসপোর্টের কোন রিনিউ ফি নেই, আপনাকে নতুন ই-পাসপোর্ট ফি প্রদান করতে হবে। সর্বনিম্ন ই পাসপোর্ট ফি (৫ বছর-৪৮ পাতা) ভ্যাট সহ ৪০২৫ টাকা। এছাড়া অফিসিয়াল আর কোন খরচ নেই।

 

পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে?

সাধারণ ডেলিভারীর ক্ষেত্রের ই পাসপোর্ট রিনিউ করতে ১৫-২০ দিন লাগতে পারে।

 

কিভাবে পাসপোর্ট রিনিউ করব?

অনলাইনে একটি নতুন ই পাসপোর্টের আবেদন করার সময় পুর্ববর্তী পাসপোর্টের তথ্য দিয়েই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। সরকারি চাকরীজীবিরা রিনিউ আবেদনের পূর্বে অবশ্যই এনওসি সংগ্রহ করবেন।

 

কত দিন আগে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করা যাবে?

 

ই পাসপোর্টে রিনিউ করতে এধরণের সময় নিয়ে বিধি-নিষেধ নেই। আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় আপনি ই পাসপোর্টের জন্য রিনিউ আবেদন করতে পারবেন। যেহেতু পাসপোর্ট প্রিন্ট হতে সময় লাগে, এবং বিদেশে অবস্থানরত অ্যাম্বাসীতে পৌঁছাতে ও সময় লাগে। তাই আপনার ভিসা বাতিল হওয়ার মত সমস্যায় যেন না পড়তে হয়, কমপক্ষে ৬ মাস পূর্বে রিনিউ আবেদন করবেন।

 

পাসপোর্টের মেয়াদ শেষ হলে করনীয় কি?

 

বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে, আপনাকে পাসপোর্ট নবায়ন করার জন্য আবেদন করতে হবে। বর্তমানে বাংলাদেশের সব জেলা ও বিদেশ অবস্থানরত বিশেষ কিছু বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। তাই আপনি অনলাইনে আবেদন করে বর্তমান এমআরপি পাসপোর্টটি ই পাসপোর্ট নবায়ন করতে পারবেন।

 

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট নবায়ন করা যাবে কিনা?

 

আপনার বয়স ১ দিন থেকে ২০ বছরের মধ্যে হলে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট নবায়ন করতে পারবেন। ২০ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি পাসপোর্টে নবায়ন করতে পারবেন

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

অনলাইনে ডিজিটাল পাসপোর্ট বা ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২ বিস্তারিত ছবি সহ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *